CLASS 10 MODEL ACTIVITY TASK JANUARY 2022

দশম শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 (CLASS TEN MODEL ACTIVITY TASK JANUARY 2022)

দশম শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022

দশম শ্রেণি পূর্ণমান – 20

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 3 = 3

( ) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো —

 • (a) 2-3x
 • (b) x²+3/x+5
 • (c) x (2x+4)+1
 • (d) 2 (2-3x)

উত্তর : ( c ) x ( 2x + 4 )+1

( ) x²-3x+2 =0 সমীকরণটির বীজ দুটি হলো

 • (a) 0,1
 • (b) 0,2
 • (c) 0,0
 • (d) 1,2

উত্তর : (d) 1,2

( ) px2+qx+r = 0 সমীকরণটি ( P, q, r বাস্তব ) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো —

 • (a) q ≠ 0
 • (b) r ≠ 0
 • (c) p ≠0
 • (d) p যে কোনো অখণ্ড সংখ্যা

উত্তর : (c) p ≠ 0

2. সত্য মিথ্যা লেখো : 1 x 2 = 2

( ) a , b , c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a > b ও c > b হলে ax²+bx+c=0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে ।

উত্তর : মিথ্যা

( ) ax²+bx+c=0 সমীকরণে a=0 হলে ( b , c বাস্তব ) , সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে ।

উত্তর : সত্য

3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6

( ) x²+Px+2=0 সমীকরণটির একটি বীজ 2 হলে , P- এর মান কত ?

উত্তর : যেহেতু একটি বীজ 2

তাই x=2 দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করবে

(2)²+px2+2 = 0

বা , 4+2p+2=0

বা , 2p=-6

বা , p=-3

( ) x²-4x+5=0 সমীকরণটির নিরুপক নির্ণয় করো ।

উত্তর : x²-4x+5=0 সমীকরণটিকে ax²+bx+c=0 সমীকরণের সাথে তুলনা করে পাই

a=1 , b=-4 , c=5

x²-4x+5 = 0 সমীকরণটির নিরুপক হবে যেখানে a=1 , b=-4 , c=5

b²-4ac ( যেখানে a=1, b=-4 , c=5 )

=(-4)²-4×1×5

=16-20

=-4

( ) ax²+bx+c=0 ( a , b , c বাস্তব , a ≠ 0 ) সমীকরণটির বীজদ্বয় ( i ) বাস্তব ও সমান এবং ( ii ) বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো ।

উত্তর : ( i ) ax²+bx+c=0 (a , b , c বাস্তব , a ≠ 0) সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি b²-4ac=0 হয় ।

( ii ) ax²+bx+c=0 (a , b , c বাস্তব , a ≠ 0) সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি b²-4ac > 0 হয় ।

4.

( ) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো — দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম । সংখ্যাটি নির্ণয় করো । 3

উত্তর : মনেকরি , দশক স্থানীয় অঙ্ক = x

∴ একক স্থানীয় অঙ্ক = x+6

সংখ্যাটি হবে = 10x+x+6

= 11x+6

অঙ্কদ্বয়ের গুণফল = x × (x+6)

=x²+6x

শর্তঅনুসারে , (11x+6) – (x²+6x) = 12

11x+6 – x² – 6x = 12

5x – x² = 6

বা , x² – 5x + 6 = 0

বা , x² – 3x – 2x + 6 = 0

বা , x(x – 3) -2( x – 3) = 0

বা , ( x -2 ) ( x – 3) = 0

∴ x=2 অথবা x=3

যদি x=2 হয়, সংখ্যাটি হবে = 11x+6

=11×2+6=28

যদি x=3 হয়, সংখ্যাটি হবে = 11x+6

=11×3+6=39

( ) 5x² + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে , α²+β² এর মান নির্ণয় করো । 3

উত্তর : 5x² + 2x – 3 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই

a=5 , b=2 , c=-3

∴ α + β = -2/5

এবং α × β = -3/5

α²+β² = (α + β)² -2αβ

= (-2/5)² – 2×(-3/5)

=4/25 + 6/5

=34/5

( ) সমাধান করো : 3

Leave a Comment